প্রকাশন তারিখ : 2023-09-08
০৮/০৯/২০২৩ তারিখ রোজ শুক্রবার দুপুর ১২ টায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি: (ওজোপাডিকো)’র পরিচালান পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: নূরুল আলম, সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় খুলনার দামোদরে (ফুলতলা) ৩৩/১১ কেভি, ২x১০/১৩.৩৩ এমভিএ ক্ষমতা সম্পন্ন এআইএস টাইপ সাবস্টেশন শুভ উদ্ধোধন করেন। ওয়েস্টজোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের আওতায় প্রায় ১১ (এগার) কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাবস্টেশনে আধুনিক প্রযুক্তির অটোমেশন সিস্টেম রয়েছে। এছাড়াও উক্ত সাবস্টেশনে দুটি সোর্স লাইনের দ্বারা আলাদা গ্রিড হতে বিদ্যুৎ সরবরাহের সুযোগ থাকায় এবং ১১ কেভি লিংক ফিডার থাকায় বিদ্যমান গ্রাহক আঙ্গিনায় নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ সহ নতুন করে ১১ (এগার) হাজার গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার সুযোগ সৃষ্টি হবে। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে ওজোপাডিকো’র পরিচালান পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন জনাব এ. এইচ. এম. মহিউদ্দিন, ব্যবস্থাপনা পরিচলক, ওজোপাডিকো, খুলনা এবং ওজোপাডিক’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
খুলনার দামোদরে (ফুলতলা) ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্ধোধন ছাড়াও জনাব মো: নূরুল আলম, সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় খুলনায় বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে বিকাল ৩ টায় ওজোপাডিকো কনফারেন্স রুমে ৩৬তম এ্যাডমিনিস্ট্রেটিভ এ্যাফেয়ার্স কমিটির সভায় সভাপতিত্ব করেন, বিকাল ৪ টায় পিওসিএল, এমপিল ও জেওসিএল এর ডিপো পরিদর্শন এবং সন্ধ্যা ৭ টায় ওজোপাডিকো কনফারেন্স রুমে কোম্পানির ২৬৫তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন এবং ০৯/০৯.২৩ তারিখ রোজ শনিবার সকাল ১০ টায় ওজোপাডিকো কনফারেন্স রুমে বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি লিমিটেড এর বোর্ড সভায় সভাপতিত্ব করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস